প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে মন্তব্যের ফলে বিতর্ক। তড়িঘড়ি ৩ জন মন্ত্রীকে সাসপেন্ড করে মলদ্বীপ। সোমবার মলদ্বীপের রাজধানী মালে-তে মলদ্বীপের বৈদেশিক মন্ত্রকের আধিকারিক আলি নাসের মহম্মদের সঙ্গে দেখা করলেন মলদ্বীপে ভারতের হাই কমিশনার মুহু মাহাওয়ার। ভারতে মলদ্বীপের রাষ্ট্রদূত ইব্রাহিম শাহিবকে নয়াদিল্লি তলব করার পরই এই ঝটিতি বৈঠকের আয়োজন।
যদিও, মালে-তে ভারতের হাইকমিশনের পক্ষ থেকে সবরকম বিতর্কের সম্ভাবনা উড়িয়ে দিয়ে বলা হয়েছে, দু'দেশের দ্বিপাক্ষিক বিবিধ বিষয় নিয়ে আলোচনার জন্য আগে থেকেই এই বৈঠকের দিনক্ষণ ঠিক করা ছিল।
এর আগে, সাউথ ব্লক থেকে মলদ্বীপের রাষ্ট্রদূত ইব্রাহিম শাহিবকে ডেকে পাঠিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্যান্য ভারতীয়দের বিরুদ্ধে মলদ্বীপের মন্ত্রীদের অবমাননাকর মন্তব্য নিয়ে কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়।