করোনাকালের সংকট কাটিয়ে ক্রমশ ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি, আর্থিক বৃদ্ধির হার (GDP Growth) ভাল হবে বলেই দাবি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এবার কেন্দ্রের তরফে প্রকাশিত রিপোর্টে জানানো হল গত অর্থবর্ষে দেশের অর্থনৈতিক বৃদ্ধি হয়েছে ৭.২ শতাংশ। গত অর্থবর্ষের শেষ ভাগে বৃদ্ধি হয়েছে ৬.১ %।
গত অর্থবর্ষের শেষ ত্রৈমাসিক অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ মাসে জিডিপি বৃদ্ধি হয়েছে। ২০২১-২২ অর্থবর্ষে যেখানে আর্থিক প্রবৃদ্ধির হার ৯.১ শতাংশ ছিল, সেখানেই ২০২২-২০২৩ অর্থবর্ষে গড় জিডিপির হার ৭.২ শতাংশ ছিল। করোনা পরবর্তী সময়ে ও রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে গোটা বিশ্বের অর্থনীতির গতিই বেশ খানিকটা স্লথ হয়েছে, সেই তুলনায় ভারতের আর্থিক বৃদ্ধিকে 'খারাপ' মানতে নারাজ মোদী সরকার। চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে অর্থাৎ এপ্রিল থেকে জুন মাসে ৫ শতাংশ আর্থিক বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।