ভারতের নতুন সেনা প্রধান (Army Chief) হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে (Lt Gen Manoj Pande)। সোমবার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, সরকার সিদ্ধান্ত নিয়েছে, লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডেকে দেশের নয়া সেনাপ্রধানের দায়িত্ব দেওয়া হবে। প্রসঙ্গত, তিনিই প্রথম ব্যক্তি যাঁকে ইঞ্জিনিয়র (first engineer to be appointed as Army Chief) পদ থেকে সেনাবাহিনীর প্রধান হিসাবে নিযুক্ত করা হল।
এতদিন মনোজ পাণ্ডে সহকারি সেনাপ্রধান হিসেবে কাজ করছিলেন। এবার জেনারেল মনোজ মুকুন্দ নারাভানের (General Manoj Mukund Naravane) জায়গায় দেশের সেনাপ্রধান হিসাবে দায়িত্ব নেবেন তিনি। সংবাদ সংস্থার খবর, এই মাসেই অবসর নেবেন বর্তমান সেনা প্রধান জেনারেল নারাভানে। সেনাপ্রধান হিসেবে তাঁর ২৮ মাসের কাজ শেষ হবে ৩০ এপ্রিল। এরপরেই ভারতীয় সেনার দায়িত্ব নেবেন মনোজ পাণ্ডে।
১৯৮২ সালে জাতীয় ডিফেন্স অ্যাকাডেমি থেকে স্নাতক হন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। ওই বছরেই ভারতীয় সেনায় ইঞ্জিনিয়ার পদে নিযুক্ত হন। জম্মু-কাশ্মীরের পাল্লানওয়াল সেক্টরে অপারেশন পরাক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। পরে ইস্টার্ন কম্যান্ডের দায়িত্ব সামলান। আন্দামান নিকোবরের কম্যান্ডার-ইন-চিফের পদেও ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে ।