২০১৯ সালে সব ধরনের দূষণে ভারতে মোট মৃত্যু হয়েছে ২৩ লক্ষ ৫০ হাজার মানুষের। যার মধ্যে শুধু বায়ুদূষণজনিত রোগে মারা গিয়েছেন ১৬ লক্ষ ৭০ হাজার মানুষ। ল্যানসেটের নতুন একটি গবেষণায় এই তথ্য উঠে আসার পর চাঞ্চল্য ছড়িয়েছে।
অ্যামবিয়েন্ট PM2.5 বায়ুদূষণের ফলে ভারতে মৃত্যু হয়েছে ৯ লক্ষ ৮০ হাজার মানুষের। বাতাসে দূষণের সূক্ষ্ম কণা যা প্রস্থে দুই বা দেড় মাইক্রন বা তার থেকেও ছোট, তাদের কারণেই এই বিশেষ ধরনের দূষন সৃষ্টি হয় বলে জানাচ্ছেন গবেষকরা। বাকি ৬ লক্ষ ১০ হাজার মানুষের প্রাণ গিয়েছে ঘরোয়া দূষণের কারণে।
ভারতে বায়ুদূষণ সবথেকে বেশি প্রভাব ফেলেছে উত্তর ভারতে। এছাড়া সারা পৃথিবীতে সব মিলিয়ে ২০১৯ সালে ৯০ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে দূষণের কবলে পড়ে। বস্তুত, ২০১৯ সালে বিশ্বব্যাপী প্রতি ৬ জন মানুষের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে বায়ুদূষণের কবলে পড়ে।
গবেষণাপত্রটির প্রধান লেখক সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত ‘গ্লোবাল অ্যালায়েন্স অন হেলথ অ্যান্ড পলিউশনে’র সদস্য রিচার্ড ফুয়েলার জানিয়েছেন, বাড়তে থাকা দূষণের ধাক্কায় ক্রমেই জনস্বাস্থ্যের উপরে প্রভাব পড়ছে। সবথেকে বেশি প্রভাব পড়েছে স্বল্প ও মাঝারি উপার্জনের দেশগুলির উপরে।
রিচার্ড ফুয়েলার আরও জানিয়েছেন, ভারত বায়ুদূষণের ক্ষেত্রে নানা পদক্ষেপ করেছে। ২০১৯ সালে দিল্লিতে তৈরি হয়েছে ‘কমিশন ফর এয়ার কোয়ালিটি’। কিন্তু তা সত্ত্বেও দেশে যে বায়ুদূষণ নিয়ন্ত্রণে কোনও শক্তিশালী কেন্দ্রীয় পরিকাঠামো নেই তাও উল্লেখ করা হয়েছে গবেষণাপত্রে।