কাঠফাটা গরমের পর সপ্তাহান্তে স্বস্তির খবর শুনিয়েছে আবহাওয়া দফতর। কিন্তু এ রাজ্যের বৃষ্টি হলেও তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে দেশের কয়েকটি রাজ্যে।
মৌসম ভবন সূত্রে খবর, আগামী তিন দিন তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে পূর্ব ভারতে। ওড়িশা, ঝাড়খণ্ড এবং বিহার, অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চল, মুম্বইয়ে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়া দফতর সূত্রে খবর, সর্বোচ্চ তাপমাত্রার নিরিখে শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ এবং ওড়িশার বারিপদ। এই দুই জায়গায় প্রায় ৪৫ ডিগ্রি ছুঁয়েছে পারদ।
তবে, তাপপ্রবাহের মাঝেও দেশের বিভিন্ন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ভারতের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন। পূর্ব রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।