পুজোর উপহার হিসেবে বাংলাদেশ থেকে ভারতে প্রায় চার হাজার মেট্রিক টন ইলিশ পাঠানোর কথা জানানো হয়েছিল। অক্টোবরের ৩০ তারিখ পর্যন্ত ধাপে ধাপে ইলিশ ভারতে পাঠানোর প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ। কিন্তু হঠাৎ করেই ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করায় সমস্যায় পড়েছেন ভারতের মৎস্যব্যবসায়ীরা। তাঁদের দাবি অবিলম্বে ইলিশ আমদানির ক্ষেত্রে সময়সীমা বৃদ্ধি করা হোক।
২১ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ থেকে ইলিশ আসতে শুরু করেছে। কিন্তু ১২ অক্টোবর থেকে বাংলাদেশে ইলিশ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ব্য়বসায়ীদের বক্তব্য, এই কয়েকদিনে সর্বোচ্চ ১০০০ মেট্রিক টন ইলিশ ভারতে আনা সম্ভব হবে। এবং ৩০ অক্টোবর পর্যন্ত ওই নিষেধাজ্ঞা জারি থাকায় আর কোনওভাবেই মাছ আনতে পারবে না তারা। সেকারণে ইলিশ আমদানির সময়সীমা বৃদ্ধির দাবি করা হয়েছে।
এবিষয়ে কলকাতার ফিস ইম্পোটার্স অ্য়াসোসিয়েশন জানিয়েছে, এমনিতেই ৩০ অক্টোবরের মধ্যে চার হাজার মেট্রিকটন ইলিশ আমদানি করা বেশ কঠিন। তারমধ্যে সময়সীমা আরও কমিয়ে দেওয়ার ফলে কোনও ভাবেই পুজোর সময় কম দামে ইলিশ বাঙালির পাতে দেওয়া সম্ভব নয়। এবিষয়ে প্রশ্ন তুলেছেন, অ্য়াসোসিয়েশনের সচিব সৈয়দ আনোয়ার মকসুজদে। তিনি জানিয়েছেন, ১২ তারিখ থেকে ইলিশ ধরায় নিষেধাজ্ঞার অর্থ ১১ তারিখ শেষ ইলিশ আনা সম্ভব হবে। মাত্র এই কদিনে ওই বিপুল পরিমাণ ইলিশ কীভাবে আনা সম্ভব?