পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে এয়ারস্ট্রিপে ভারতীয় বায়ুসেনার মহড়া। শনিবার দেশের প্রায় ১০ ফাইটার জেট এবং একাধিক পরিবহন বিমান নিয়ে ভারতীয় সেনা এই জরুরী অনুশীলন করেছে।
শনিবারের এই মহড়ায় মিরাজ ফাইটার জেট, জাগুয়ার জেট এবং আন্তোনভ এএন৩২-সহ একাধিক যুদ্ধবিমানের গুণগত মান এবং শক্তি পরীক্ষা করা হয়। এর আগে শেষবার এই জরুরি অনুশীলন করা হয়েছিল ১৬ নভেম্বর ২০২১ সালে।
শনিবারের ফের ১৯ মাস পর এই মহড়া দেওয়া হয়। এই অনুশীলনের জন্য, সুলতানপুরের কাছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের ৫ কিলোমিটার এলাকা গত ১১ জুন থেকে মেরামত করা হয়েছে।
আরও পড়ুন - মার্কিন কংগ্রেসে ঐতিহাসিক ভাষণ, প্রধানমন্ত্রীর শব্দবন্ধেই টি-শার্ট উপহার জো বাইডেনের
গুণগত মান পরীক্ষার মহড়ায় বিমানগুলি যাতে নিরাপদে উঠতে পারে এবং নিরাপদে অবতরণ করতে পারে সেই কারণে সমস্ত ডিভাইডারগুলি এয়ারস্ট্রিপের ওই এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়।