বিশ্বকাপের পর থেকেই তিনি ক্রিকেটের বাইরে। তবে খবরে রয়েছেন ভারতীয় স্পিডস্টার মহম্মদ শামি। সামনেই লোকসভা ভোট। এবার গুঞ্জন তাঁর ভোটে দাঁড়ানোকে কেন্দ্র করে। রাজনৈতিক মহলের দাবি, বাংলা থেকে ভোটে দাঁড়ানোর জন্য শামিকে প্রস্তাব দিয়েছে বিজেপি। এই ব্যাপারে মুখে কুলুপ দু পক্ষের।
বিশ্বকাপের পর থেকেই ভারতীয় এই বোলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রিয় পাত্র। ফাইনালের দিন ভারতীয় সাজঘরে সবার সামনেই শামির প্রশংসা করেছিলেন মোদী। এমনকী, প্রধানমন্ত্রীর বুকেই কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছিল শামিকে। তারপর থেকে প্রধানমন্ত্রীর সব প্রকল্পকে সমর্থন করেন ভারতীয় এই বোলার।
মালদ্বীপ বনাম লাক্ষাদ্বীপ এই বিতর্কের সময় প্রকাশ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়েছিলেন শামি। ভারতীয় ক্রিকেটারের দাবি ছিল, ভারতীয় পর্যটনকে উন্নত করতে হলে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুসরণ করা উচিত। রাজনৈতিক মহলের মতে, ইতিমধ্যেই লোকসভা ভোটে দাঁড়াতে শামিকে প্রস্তাব দিয়েছে বিজেপি। তাতে নাকি সায় রয়েছে শামিরও।