চিনে ফের ছড়াচ্ছে মারণ রোগ। করোনার পর মহামারীর রূপ নিচ্ছে অজানা নিউমোনিয়া। বিশেষ করে শিশুরা এই নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। পাল্লা দিয়ে বাড়ছে H9N2 সংক্রমণও। এই নিয়ে আগেই সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। এবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। মন্ত্রক জানিয়েছে, শিশুদের ফুসফুসের সংক্রমণ ও H9N2-এর উপর কড়া নজর রাখছে কেন্দ্র।
কেন্দ্রীয় মন্ত্রক জানিয়েছে, "গত কয়েক সপ্তাহ ধরে উত্তর চিনে নিউমোনিয়া সংক্রমণ ছড়িয়েছে। এখনও পর্যন্ত অজানা কোনও প্যাথোজেনের হদিশ পাওয়া যায়নি। ভারতে এই দুই সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা খুবই কম। বর্তমান পরিস্থিতির উপর নজর রেখে ভারত যে কোনও পরিস্থিতিতে লড়াই করতে প্রস্তুত।"
স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, চলতি বছর অক্টোবরে মানবদেহে H9N2 সংক্রমণের হদিশ পাওয়ার পরই এই সংক্রমণের সম্ভাবনা ও সংক্রমণ প্রতিরোধের প্রস্তুতি নিয়ে বৈঠক করেছে কেন্দ্র।