অগ্নিপথ প্রকল্পে নিয়োগের প্রথম ব্যাচে ভারতীয় নৌসেনায় (Indiian Navy) যোগ দিয়েছেন ৩৪১ জন মহিলা। শনিবার এ কথা জানিয়েছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার। তাঁর কথায়, প্রথম ব্যাচে নৌসেনা মোট ৩,০০০ অগ্নিবীর (Agniveeer) নিয়োগ করেছে। যার মধ্যে ৩৪১ জন মহিলা। এমনকি ভবিষ্যতে এই প্রকল্পের (Agniveer Scheme) মাধ্যমে নিয়োগ আরও বাড়বে বলে জানান তিনি।
গত জুন মাসে যখন অগ্নিপথ প্রকল্পের বাস্তবায়ন নিয়ে উত্তাল দেশ। সেই সময় তিন সেনাবাহিনীর প্রধান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করেন। এরপর জানানো হয়, কেবল পুরুষ নয় অগ্নিপথ প্রকল্পের আওতায় মহিলারাও নৌসেনায় যোগ দিতে পারবেন। এমনকি বলা হয়েছিল, প্রথম ব্যাচের অগ্নিবীরদের মধ্যে অন্তত ১০ শতাংশ মহিলা নিয়োগ করা হবে।
আরও পড়ুন- মুখে একাধিক আঘাত, কাটা আঙুল,লিভ-ইন-পার্টনারকে নৃশংসভাবে খুনের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে
মোদী সরকারের অগ্নিপথ প্রকল্প নিয়ে তোলপাড় পড়ে যায় গোটা দেশে। চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ নিয়ে ট্রেন জ্বালিয়ে দেওয়া হয়। সেকেন্দ্রাবাদ স্টেশনে পুলিশের গুলিতে মৃত্যু হয় এক বিক্ষোভকারীর। বিহার, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে হিংসাত্মক আন্দোলন হয়। আন্দোলনের ঝাঁঝ কমাতে বিধি শিথিলের পথে হাঁটে কেন্দ্র। কিন্তু কোনও ভাবেই অগ্নিপথ প্রকল্প বাতিল করা হবে না বলেই জানানো হয়।