বালাসরের বাহানগা বাজার স্টেশনের কাছেই মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা। লাইনে ট্রেন চলাচল এখনও স্বাভাবিক হয়নি। বৃহস্পতিবারের পর শুক্রবারও এই লাইনের একাধিক ট্রেন বাতিল ঘোষণা করল রেল। বিজ্ঞপ্তি দিয়ে সেই তালিকাও জানানো হয়েছে।
রেলের তালিকা অনুযায়ী, বাহানগা বাজার স্টেশন মেরামতির জন্য শুক্রবার খড়গপুর-ভদ্রক বিভাগে মোট ২৬টি ট্রেন বাতিল করা হয়েছে। তার মধ্যে আছে শিয়ালদহ পুরী দুরন্ত এক্সপ্রেস, হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস। হাওড়়া-পুরী শতাব্দী এক্সপ্রেস। দৈনিক দূরপাল্লার ট্রেন ছাড়াও সাপ্তাহিক ট্রেন, স্পেশাল ট্রেন, মেমু স্পেশাল ট্রেনও বাতিল করা হয়েছে। খড়গপুর-ভদ্রক মেমু স্পেশাল ও ভদ্রক-খড়গপুর মেমু স্পেশালের গতিপথ সংকীর্ণ করা হয়েছে।
আরও পড়ুন: সিংহাসন ফিরে পেল সূর্য-দীপা, জগদ্বাত্রীর ফল খারাপ, এক ঝলকে TRP তালিকা
কোন কোন ট্রেন বাতিল হয়েছে-
বালেশ্বর-ভদ্রক মেমু স্পেশাল
শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস
দিঘা-বিশাখাপত্তনম সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস
হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস
হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস
হাওড়া-মাইসুরু সুপারফাস্ট এক্সপ্রেস
হাওড়া-ভদ্রক এক্সপ্রেস
জলেশ্বর-পুরী মেমু স্পেশাল
খড়্গপুর-খুরদা রোড এক্সপ্রেস
খড়্গপুর-জাজপুর কেওনঝাড় রোড এক্সপ্রেস
শালিমার-হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস
শালিমার-পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস
সাঁতরাগাছি-এমজিআর চেন্নাই সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেস
ভদ্রক-হাওড়া এক্সপ্রেস
জাজপুর-কেওনঝাড় রোড-খড়্গপুর এক্সপ্রেস
ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস
পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস
ভদ্রক-বালেশ্বর মেমু স্পেশাল
পুরী-জলেশ্বর মেমু স্পেশাল
পুরী-পটনা স্পেশাল
পুরী-বাংরিপোসি সুপারফাস্ট এক্সপ্রেস
খুরদা রোড-খড়্গপুর এক্সপ্রেস
ভুবনেশ্বর-বালেশ্বর স্পেশাল
পুরুলিয়া-ভিলুপ্পুরম দ্বিসাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস