দুরপাল্লার ট্রেনে শিশু সহ পরিবার নিয়ে অনেকেই ঘুরতে যান। সেখানে থাকেন বয়স্ক মানুষরাও। কিন্তু এতদিন তাঁদের মনমতো খাবার মিলত না ট্রেনে। ফলে দুরপাল্লার ট্রেনযাত্রায় সমস্যায় পড়তেন তাঁরা। এবার শিশু-ডায়াবেটিক রোগী, স্বাস্থ্য সচেতন মানুষদের কথা চিন্তা করেই কাস্টমাইজ মেনু অপশন নিয়ে এল ভারতীয় রেল। এবার থেকে বয়স্ক এবং বাচ্চারাও নিজেদের পছন্দমতো মেনু পাবেন ট্রেনের প্যান্ট্রিতে। এর ফলে যাত্রী স্বাচ্ছন্দ্যে আরও একধাপ এগিয়ে গেল ভারতীয় রেল।
আইআরসিটিসির তরফে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, ‘ট্রেনে ক্যাটারিং পরিষেবার উন্নতির লক্ষ্যে মেনু কাস্টোমাইজ অপশন দেওয়ার এই সিদ্ধান্ত।' এর ফলে স্থানীয় মুখরোচক খাবারের পাশাপাশি বিভিন্ন পছন্দের খাবার, বিভিন্ন মরশুমের খাবার যেমন মিলবে, তেমনই উৎসব উপলক্ষে পাওয়া যাবে বিশেষ খাবার।
আরও পড়ুন- Mizoram Labour Death : মিজোরামে পাথরের খাদানে ধসে মৃত ৮ শ্রমিকের মধ্যে পাঁচজনই বাংলার
রেল সূত্রে খবর, বর্তমানে আইআরসিটিসির মেনুতে স্ট্যান্ডার্ড খাবার ও পানীয় মেলে। রেলের তরফে আইআরসিটিসিকে জানানো হয়েছে, প্রিপেইড ট্রেনে যাত্রীর খরচের মধ্যে আগে থেকেই ক্যাটারিং বাবদ টাকা কেটে নেওয়া হয়। ফলে সেক্ষেত্রে আইআরসিটিসি মেনুর বিষয়ে স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে।