Indian Railway: বড় পরিবর্তন রেলে, ভ্রমণ করার আগেই জেনে নিন এই বিষয়গুলি, না হলে জরিমানার সম্ভাবনা

Updated : Nov 12, 2024 16:00
|
Editorji News Desk

কাশ্মীর থেকে কন্যাকুমারী। গোটা ভারতবর্ষ জুড়ে রয়েছে ভারতীয় রেল। রোজ অফিস যাতায়াত থেকে শুরু করে লম্বা দূরত্বের কোথাও গেলে ভারতীয়দের পছন্দ রেল যাত্রা। কারণ, কম খরচ তার সঙ্গে আরামদায়ক যাত্রা। বিমানে কম সময়ে গন্তব্যে পৌঁছনো সম্ভব হলেও খরচের বহর অনেকটাই বেশি। অনেক ক্ষেত্রে বিমানের একদিকের যা ভাড়া হয় তাতে ট্রেনে যাওয়া এবং আসা কমপ্লিট। 

দূরপাল্লা ট্রেনে যাতায়াতের নিয়মের ক্ষেত্রে একাধিক পরিবর্তন করা হয়েছে। ১ নভেম্বর থেকেই সেই নয়া নিয়মগুলি বলবৎ করা হয়েছে। ফলে পুরনো নিয়ম মানলে সমস্যায় পড়তে হতে পারে অনেককে। সেই কারণে জেনে নেওয়া দরকার নতুন কী কী নিয়ম চালু হয়েছে ভারতীয় রেলে।

সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছিল রেলের অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে একাধিক নিয়মে পরিবর্তন করা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখেই এই পরিবর্তন করা হয়েছে।
 
রেলের তরফে অগ্রিম বুকিংয়ের সময়সীমায় সবথেকে বড় পরিবর্তন করা হয়েছে। ১ নভেম্বরের আগে পর্যন্ত যাত্রার ১২০ দিন আগে থেকে টিকিট বুকিং করতে পারতেন। কিন্তু বর্তমানে সেই নিয়মে পরিবর্তন আনা হয়েছে। 

রেল মন্ত্রকের তরফে একটি তথ্য প্রকাশ করে জানানো হয়েছে, এমন ২১ শতাংশ যাত্রী রেলের টিকিট ক্যানসেল করেন যাঁরা যাত্রার ৬১ দিন আগে থেকে ১২০ দিনের মধ্যে টিকিট বুকিং করেন। এত আগে থেকে টিকিট বুকিংয়ের ফলে অনেক যাত্রীই টিকিট বুকিং করলেও কনফার্ম টিকিট পান না। আর সেই কারণে বুকিংয়ের সময়সীমায় পরিবর্তন আনা হয়েছে। 

রেল যাত্রার আগে যে পরিবর্তনগুলি জানা জরুরি-
  
১) Taj Express, Gomoti Express এর মতো ট্রেন, যেগুলি এক্সপ্রেস ট্রেন হওয়া সত্বেও শুধুমাত্র দিনের বেলায় যাতায়াত করে সেগুলিতে অগ্রিম বুকিংয়ের জন্য লোয়ার টাইম লিমিট রাখা হয়েছে। 

২) যে সব বিদেশি রেল টিকিট বুকিং করবেন তাঁদের জন্য অগ্রিম টিকিট বুকিংয়ের সময়সীমা ৩৬৫-দিন রাখা হয়েছে। 

৩) যাঁরা ৩১ অক্টোবর ২০২৪-এর আগে যাত্রার ১২০ দিনের ব্যবধানে টিকিট কেটেছেন তাঁদের ক্ষেত্রে টিকিটে কোনও পরিবর্তন হবে না। নির্দিষ্ট সময়েই যাত্রা অথবা টিকিট বাতিল করতে পারবেন তাঁরা। 

৪) রেলের তরফে মনে করা হচ্ছে, দীর্ঘদিন ধরে অগ্রিম টিকিট বুকিং চালু থাকার ফলে অনেকেই আগে থেকে টিকিট রিজার্ভ করে রাখছেন। কিন্তু সফরের সময় তাঁদের দেখা পাওয়া যাচ্ছে না। এমনকি টিকিট বাতিলও করছেন না। যা একপ্রকার প্রতারণার সমতূল। সেই কারণে অগ্রিম টিকিট বুকিংয়ের সময়সীমায় বদল করা হয়েছে। 

এর পাশাপাশি বুধবার ওয়েস্টার্ন রেলের তরফেও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়েছে, অনুমতি ছাড়া  নির্ধারিত ওজনের এবং সাইজের বেশি পণ্য পরিবহণ করা হলে তা অবৈধ বলে গণ্য করা হবে। এবং যাঁরা অতিরিক্ত পণ্য বহন করবেন তাঁদের কাছ থেকে জরিমানা আদায় করা হবে। 

Indian Rail

Recommended For You

editorji | ভারত

One Nation One Vote : কেমন হবে ভোট দানের চরিত্র, সিদ্ধান্ত এবার JPC-র কোর্টে

editorji | ভারত

ABHA Card: স্বাস্থ্য পরিষেবা নিয়ে এবার বিশেষ অ্যাকাউন্ট, লিঙ্ক করতে হবে আধার

editorji | ভারত

Fake International Call: আন্তর্জাতিক নম্বর থেকে ভুয়ো কল! হোয়াটসঅ্যাপে স্প্যাম থেকে বাঁচতে কী করবেন

editorji | ভারত

Abhishek Banerjee : নেত্রী মমতাকে ইন্ডিয়া জোটে চান অভিষেক, নির্বাচন নিয়ে কটাক্ষ কেন্দ্রকে

editorji | ভারত

Ustad Zakir Hussain : প্রয়াত উস্তাদ জাকির হুসেন, বয়স হয়েছিল ৭৩ বছর