আরও সহজ হচ্ছে রেল যাত্রা। যাত্রীদের সুবিধার জন্য এক বিশেষ পরিষেবা চালু করল ভারতীয় রেল। এবার থেকে হোয়াটসঅ্যাপেই মিলবে ট্রেন কোন স্টেশনে রয়েছে তার আপডেট। মুম্বইয়ের এক সংস্থা একটি নতুন অ্যাপ তৈরি করেছে যার নাম রেলোফাই। এই অ্যাপের মাধ্যমেই হোয়াটসঅ্যাপে পাওয়া যাবে এই পরিষেবা। এক ক্লিকেই জানা যাবে, আপনার ট্রেনের পিএনআর স্টেটাস, ট্রেনের লাইভ স্টেটাস, পরবর্তী স্টেশন কী, এমনকী অন্যান্য ট্রেনের তথ্যও।
কীভাবে দেখবেন ট্রেনের স্টেটাস?
এতদিন পিএনআর স্টেটাস জানতে ভরসা ছিল হেল্পলাইন নম্বর ১৩৯। এবার থেকে হেল্পলাইননম্বর ছাড়াও হোয়াটসঅ্যাপে জানা যাবে যাত্রীদের টিকিট কনফার্ম কি না, ওয়েটিং লিস্টে নাম রয়েছে কি না। এমনকী ট্রেনের মধ্যে বসেও জানা যাবে আপনি কোন স্টেশন রয়েছেন। এরপর কোন স্টেশন সংক্রান্ত যাবতীয় তথ্য।