এবার থেকে মাল গাড়িতে চেপেই ভ্রমণ করা যাবে। থাকবে বসার, শোয়ার জায়গা, শৌচাগার এমনকি প্যান্ট্রিও। এমনটাই জানিয়েছে ভারতীয় রেলওয়ে (Indian Railway)। দেশে এই প্রথম এমন অত্যাধুনিক পরিষেবা চালু করতে চলেছে ভারতীয় রেল। এই ট্রেনের নাম দেওয়া হয়েছে 'টু ইন ওয়ান'।
রেল বোর্ডের তরফে জানানো হয়েছে, এর একতলায় থাকবে পণ্য আর উপর তলায় থাকতে পারবেন যাত্রীরা। অত্যাধুনিক এই ট্রেন কোচ তৈরি হচ্ছে পাঞ্জাবের কপূরথালায়। তবে এখনই জানা যায়নি, কোন রুটে এই ট্রেন চলবে আর কতই বা তার ভাড়া হবে।
আরও পড়ুন- ভারতীয় সেনার পাক নাগরিক, সিবিআইকে এফআইআরের নির্দেশ আদালতের
আগস্ট মাসেই দেশের প্রথম কার্গো প্যাসেঞ্জার কোচ পরীক্ষামূলকভাবে চালানো হতে পারে বলে জানা গিয়েছে। পরীক্ষা সফল হলে রেলের রিসার্চ অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন সম্মতি নিয়ে আরও বগি তৈরি করা হবে।