করোনা কাল কাটতেই আয় বাড়ল ভারতীয় রেলের (Indian Railways Revenue)। মূলত পণ্য ও যাত্রী পরিবহন বৃদ্ধি হতেই চলতি আর্থিক বছরে রাজস্ব থেকে রেলের ২৮ শতাংশ আয় বেড়েছে। আয় বৃদ্ধির কথা শুক্রবার টুইট করে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
টুইটে তিনি জানিয়েছেন, চলতি আর্থিক বর্ষ শেষ হতে এখনও প্রায় ২ মাস বাকি। এর মধ্যেই গত বছরের রাজস্ব আয়কে ছাপিয়ে গিয়েছে ভারতীয় রেল। তিনি আরও জানিয়েছেন, চলতি আর্থিক বছরে রেলের আয় হয়েছে ১,৯১,১২৮ কোটি টাকা। তার মধ্যে যাত্রী ও পণ্য পরিবহন থেকেই ৪২,৩৭০ কোটি টাকা আয় হয়েছে। যা গত বছরের তুলনায় অনেকটাই বেশি।
আরও পড়ুন- আর্থিক মন্দার জের, এবার ১২ হাজার কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত গুগলের
করোনা কালে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে ভারত সহ বিশ্বের বিভিন্ন সেক্টরে। প্রভাব পড়েছিল ভারতীয় রেলেরও। মন্দা দেখা দিয়েছিল রেলের আয়ে। তবে, করোনা কাল কাটতেই কেটে গিয়েছে সেই মন্দা। আবার লাভের মুখ দেখতে শুরু করেছে ভারতীয় রেল। আয় আরও বাড়াতে বন্দে ভারতের মতো এক্সপ্রেসগুলোর সংখ্যা বাড়াতে চাইছে রেল।