রেলের জমি দখল করে গড়ে উঠেছিল মন্দির। সেই অভিযোগেই নোটিশ পাঠানো হল খোদ বজরঙ্গবলীর নামে। আপাতদৃষ্টিতে এটি সাধারণ নোটিশ হলেও নজর কেড়েছে নোটিশ প্রাপকের নাম। ঘটনার জেরে কার্যত সাড়া পড়ে গিয়েছে মধ্যপ্রদেশের মোরেনা জেলার এক মন্দিরে। যদিও ঘটনার পরই ভুল বুঝতে পেরে ফের মন্দিরের পূজারীর নামে নোটিশ দাখিল করেছে রেল।
জানা গিয়েছে, মধ্যপ্রদেশের মোরেনা জেলার সবলগড় শহরে রেলওয়ের জমি দখল করে গড়ে উঠেছে বজরঙ্গবলীর মন্দির। সম্প্রতি বিষয়টি নজরে আসতেই নড়েচড়ে বসে ভারতীয় রেল। জমিকে দখলমুক্ত করতে গত ৮ ফেব্রুয়ারি নোটিশ পাঠায় রেল। সেখানেই বজরঙ্গবলীর নাম উল্লেখ করা হয়। সাতদিনের সময়সীমা বেঁধে দিয়ে কঠোর শাস্তির কথাও বলা হয়। এমনকি, রেলের তরফে পরিকাঠামো ধ্বংস হলে সেই খরচ জমি জবরদখলকারীদেরই বহন করতে হবে। এই কথাও জানানো হয় রেলের তরফে। তবে বজরঙ্গবলীর নামে ওই আইনী নোটিশেই বিতর্ক বাধে। এইপরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ওই আইনি নোটিশ।
আরও পড়ুন- Asansol News: 'মত কা কুয়া' খেলায় দুর্ঘটনা, সালানপুরে আহত বেশ কয়েকজন, মেলা বন্ধ করল প্রশাসন