সোশ্যাল মিডিয়া খুললেই নানা ধরনের স্টান্ট দেখতে পাওয়া যায়। তার মধ্যে অন্যতম 'জনপ্রিয়' হল চলন্ত ট্রেনের স্টান্ট। রিল বানানোর নেশায় জীবনের ঝুঁকি নিয়ে এই স্টান্ট করতে গিয়ে প্রাণ গিয়েছে বহু মানুষের। তবু যেন এ নেশা কাটে না! জীবনের বিন্দুমাত্র তোয়াক্কা না করা এই নেশাকে আটকাতে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় রেল। সতর্কবার্তা জারি করেছে সেন্ট্রাল রেলওয়ে। জানা গিয়েছে, এবার থেকে এই ধরনের ভিডিয়ো বানাতে দেখলেই, তাদের বিরুদ্ধে রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফ-কে মামলা দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে, এতে কি আদৌ দমবে রিল বানানোর অদম্য নেশা? এর যথাযথ উত্তর দিতে পারছেন না কেউই।
কার্যত মুড়ি-মুড়কির মতো স্মার্টফোন ব্যবহার করে নতুন প্রজন্ম। অবারিত ইন্টারনেট আর স্মার্টফোন- এই দুইয়ের যুগলবন্দি আরও উসকে দিয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জন্য রিল বানানোর নেশাকে। যত বেশি ঝুঁকি, তত বেশি রিচ! যত বেশি রিচ, তত বেশি জনপ্রিয়তা! সেই জনপ্রিয়তা আদতে যে বেশ ঠুনকো, সেই বিষয়ে একমত সমাজবিজ্ঞানীরা। কিন্তু, তাতে কুছপরোয়া নেহি সোশ্যাল মিডিয়ার এই 'স্টান্টম্যান'দের। তবে, রেলের এই পদক্ষেপের পর চিত্রটা বদলানোর আশায় রয়েছেন অনেকেই।