যাত্রী সুরক্ষায় বড় পদক্ষেপ ভারতীয় রেলের। দেশের ৭৫৬টি গুরুত্বপূর্ণ স্টেশনে সারাক্ষণের জন্য চলবে ভিডিও নজরদারি। ৭৫৬টি স্টেশনের মধ্যে বাংলারই ২২৬টি স্টেশন রয়েছে। ভারতীয় রেল ও রেলটেলের ‘নির্ভয়া’ ফান্ড থেকে বহন করা হবে এই প্রকল্পের যাবতীয় ব্যয়। আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যে এই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
বড় স্টেশনের মতো ছোট স্টেশনগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করতে চাইছে ভারতীয় রেল। পূর্ব রেলের আরপিএফ আইজি পরম শিব জানিয়েছেন, রাজ্যের স্পর্শকাতর বলে চিহ্নিত ৩০টি স্টেশনে চলতি বছরের মধ্যেই শুরু হবে এই নজরদারি। এজন্য নির্দেশ এসে গিয়েছে। সিগন্যাল অ্যান্ড টেলিকম বিভাগ এই কাজ করবে। নজরদারির আওতায় থাকবে স্টেশনে প্রবেশ ও বেরনোর পথ, টিকিট কাউন্টার, ওয়েটিং রুম, প্ল্যাটফর্ম, ফুটওভার ব্রিজ ইত্যাদি।
আরও পড়ুন- Bihar Professor returns Salary: বিবেকে আঘাত, বেতনের ২৪ লক্ষ টাকা ফেরালেন বিহারের অধ্যাপক
প্রাথমিকভাবে ৭৫৬টি স্টেশনে কাজ শুরু হলেও পরবর্তীকালে অন্যান্য স্টেশনেও বসবে ভিডিও সার্ভেল্যান্স সিস্টেম (ভিএসএস)। প্রবেশদ্বার, বুকিং স্টেশন, যাত্রী প্রতিক্ষালয়, ফুট ওভারব্রিজ, পার্কিং এরিয়া-সহ গোটা চত্বরে থাকবে এই নজরদারি। যে প্রযুক্তি ব্যবহার হচ্ছে, তাতে কেন্দ্র ও রাজ্যের কালো তালিকায় থাকা কোনও সন্দেহভাজনের মুখ ক্যামেরায় ধরা পড়লেই সঙ্গে সঙ্গে স্থানীয় আরপিএফ থানায় চলে যাবে অ্যালার্ট। এছাড়া থাকছে প্যানিক বাটন, ভিএমএস সফটওয়্যার-সহ অন্যান্য অত্যাধুনিক পরিকাঠামো।