সম্পর্কে আপত্তি নেই। কিন্তু, সেই সম্পর্ককে বিয়ের দিকে নিয়ে যাওয়ার ব্যাপারে ভারতীয় মহিলাদের অনাগ্রহ ক্রমে বাড়ছে। তাঁরা মনে করছেন, বিয়ে করার থেকে একা থাকা ভাল। অন্তত, সাম্প্রতিক একটি রিপোর্ট বলছে তেমনটাই। ডেটিং অ্যাপ বাম্বল-এর তথ্য অনুযায়ী, ৮১ শতাংশ ভারতীয় মহিলা জানিয়েছেন যে, তাঁরা 'সিঙ্গল' থাকতে এবং নিজের মতো করে নিজের স্বাধীনতা অনুযায়ী বাঁচতে পছন্দ করেন। ৬৩ শতাংশ মহিলা জানান, তাঁরা নিজেদের পছন্দ, ইচ্ছে এবং প্রয়োজনের সঙ্গে কোনওভাবেই কমপ্রোমাইজ করতে রাজি নন। এছাড়া, ৮৩ শতাংশ মহিলা জানান, যতক্ষণ না এমন কোনও 'মনের মানুষ' পাচ্ছেন, যার সঙ্গে সারাটা জীবন কাটানো যাবে বল মনে করবেন, ততদিন দিব্যি সিঙ্গল থাকবেন আনন্দ করে।
বাম্বল-এর ইন্ডিয়া কমিউনিকেশন ডিরেক্টর সমর্পিতা সমাদ্দার বলেন, ২০২৩-এর নতুন প্রজন্মের ভারতীয় নারীরা স্পষ্টভাবে জানেন যে, তাঁরা কী চান এবং কেন তা চান। সেই কারণেই এই সমীক্ষাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন তাঁরা।