শীতে কুয়াশার জন্য প্রায়ই বিমান বিভ্রাটের শিকার হচ্ছেন যাত্রীরা । অনেক সময়ই দেখা যাচ্ছে ১১-১৪ ঘণ্টা দেরিতে ছাড়ছে বিমান । ফলে সমস্যার সম্মুখীন হচ্ছেন যাত্রীরা । তাঁদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে । এবার যাত্রীদের অসুবিধা এবং নিরাপত্তা নিয়ম লঙ্ঘনের কারণে তিনটি প্রধান এয়ারলাইন্স ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, স্পাইসজেট এবং মুম্বই বিমানবন্দরকে জরিমানা করা হয়েছে । সব মিলিয়ে সেই জরিমানার মোট অঙ্কের পরিমাণ ২ কোটির বেশি ।
সম্প্রতি, বিমান বিভ্রাটের জেরে ক্ষুব্ধ যাত্রীদের মুম্বই বিমানবন্দরের টারম্যাকে বসেই খাবার খেতে দেখা গিয়েছিল । এই ঘটনার জেরে দেশের বৃহত্তম এয়ারলাইন ইন্ডিগোকে ১.২ কোটি জরিমানা করা হয়েছে । একই ঘটনার জন্য মুম্বই বিমানবন্দরকে ৯০ লাখ জরিমানা করা হয়েছে । জানা গিয়েছে, ইন্ডিগো ও বিমানবন্দর শোকজের জবাব দিলেও, তাতে সন্তুষ্ট হয়নি কেন্দ্র ।
এদিকে, অন্য ঘটনায় শাস্তির মুখে পড়েছে এয়ার ইন্ডিয়া ও স্পাইসজেটও । দুই এয়ারলাইনকেই ৩০ লাখ করে জরিমানা করা হয়েছে । বিমান সংস্থার কর্মীদের জন্য তৈরি সময়সূচি বা রস্টার নিয়ে অভিযোগ ছিল এয়ার ইন্ডিয়া ও স্পাইসজেটের বিরুদ্ধে । এবার সেই বিষয়েও পদক্ষেপ করল ডিজিসিএ ।
কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তা বজায় রাখতে কোনও পক্ষই সঠিক পদক্ষেপ করেনি।