ফের অপ্রীতিকর ঘটনার সাক্ষী রইল ইন্ডিগোর বিমান। মাঝ আকাশে এক যাত্রী অসুস্থ হয়ে পড়ায় জেড্ডা থেকে দিল্লিগামী উড়ানকে জরুরি অবতরণ করাতে হল রাজস্থানের যোধপুরে। ৬১ বছর বয়সী ওই মহিলা যাত্রীকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হল না। সূত্রের খবর, গোয়েল হাসপাতাল ও রিসার্চের চিকিৎসকরা ওই যাত্রীকে 'মৃত' বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, ওই মৃত যাত্রীর নাম মিত্রা বানো। তিনি জম্মু-কাশ্মীরের হাজারিবাগের বাসিন্দা।
উল্লেখ্য, কয়েকদিন আগে ইন্ডিগোর বিমানেই মাঝ আকাশে অসুস্থ হয়ে পড়েছিলেন এক প্রৌঢ়। ইন্ডিগোর সেই বিমান অসুস্থ যাত্রীর জন্য জরুরি অবতরণ করানো হয়। কিন্তু প্রৌঢ়কে বাঁচানো যায়নি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।