ফের চলন্ত উড়ানে অগ্নিকাণ্ডের ঘটনা। এবারও কাঠগড়ায় সেই ইন্ডিগো। শুক্রবার দিল্লি থেকে বেঙ্গালুরু যাওয়ার ঠিক আগের মুহূর্তে বেসরকারি এই বিমান সংস্থার একটি এয়ারবাসে আগুনে ফুলকি দেখা যায়। রানওয়েরর মধ্যেই বিমান থামিয়ে দেন পাইলট। মূলত তাঁর তৎপরতায় বড় দুর্ঘটনা থেকে রেহাই মেলে।
এক যাত্রী পরে টুইট করে ঘটনার বিবরণে জানান, দিল্লি বিমানবন্দর থেকে উড়ানটি ছাড়ার পর বেশ গতিতেই ছিল। হঠাৎ করে আচমকা ব্রেক কষে রানওয়ের উপরেই দাঁড় করিয়ে দেওয়া হয়। দেখা যায় বিমানের ডান দিকের ইঞ্জিন থেকে আগুনের ফুলকি বের হতে। ততক্ষণে আগুনের কথা ঘোষণা করা হয়। তবে সব যাত্রীরাই বিমানের পাইলটের প্রশংসা করেছেন।
শুক্রবার রাত ১০টার সময় দিল্লি থেকে বেঙ্গালুরু যাচ্ছিল ইন্ডিগোর এই উড়ান। সেইসময় সবমিলিয়ে মোট ১৮৪ জন ছিলেন। খুব দ্রুত অন্য একটি বিমানে যাত্রীদের বেঙ্গালুরু পাঠানো হয়। পরেই ইন্ডিগোর তরফে বিবৃতি দিয়ে এই ঘটনার কথা জানানো হয়েছে। অসুবিধার জন্য যাত্রীদের কাছে ক্ষমাও চাওয়া হয়েছে।