বিবাহিত মহিলা হয়েও সিঁদুর পরতেন না, তাঁকে অবিলম্বে স্বামীর বাড়িতে ফেরার নির্দেশ দিল আদালত, পাশাপাশি জানিয়ে দিল, বিবাহিত হিন্দু মহিলার সিঁদুর পরাটা কর্তব্যের মধ্যে পড়ে। মধ্যপ্রদেশের এক পারিবারিক আদালত এই নির্দেশ দিয়েছে।
জনৈক দম্পতির বৈবাহিক সম্পর্ক নিয়ে মামলা গড়িয়েছিল আদালত পর্যন্ত। ৫ বছর আগেই আলাদা হয়ে যাওয়া স্ত্রীকে ফেরানোর আবেদন জানিয়ে ইন্দোরের পারিবারিক আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক যুবক।সেই মামলার শুনানিতেই বিচারক এনপি সিং-এর মন্তব্য, ‘সিঁদুর পরা হিন্দু মহিলাদের ধর্মীয় কর্তব্য এবং সিঁদুর বিয়ের মূল চিহ্নও। দু পক্ষের শুনানির পর বিচারক উল্লেখ করেন স্ত্রী সিঁদুর না পরে স্বামীর প্রতি নিষ্ঠুরতার পরিচয় দিয়েছেন।
শুনানির সময় স্ত্রী-এর দাবি ছিল পণের জন্য তাঁর স্বামী তাঁকে শারীরিক এবং মানসিক নির্যাতনও করতেন। সেই প্রসঙ্গে আদালতের বক্তব্য, ওই মহিলার তরফে পুলিশের কাছে এই সংক্রান্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি।
জানা গিয়েছে, দম্পতির বিয়ে হয়, ২০১৭ সালে, এবং তাঁদের ৫ বছরের একটি ছেলেও রয়েছে।