জিমে গিয়ে মর্মান্তিক পরিণতি! জিমে শরীরচর্চার সময় হার্ট অ্যাটাক করে মৃত্যু হল ৫৫ বছরের এক ব্যক্তির। মধ্যপ্রদেশের ইন্দোরের ঘটনা। ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে।
জিমে গিয়ে ট্রেডমিলে হাঁটছিলেন এক ব্যক্তি। পেশায় হোটেল মালিক। ট্রেডমিল থেকে নামার পর সিসিটিভি ফুটেজে ঘামতে দেখা গিয়েছে ব্যক্তিকে। গায়ের জ্যাকেটটা খুলে কাছের এক টেবিলে ভর দিয়ে যাচ্ছিলেন, তার আগেই পড়ে যান ওই ব্যক্তি। জিমে উপস্থিত কয়েকজন ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম প্রদীপ রঘুবংশী। ইন্দোরের হোটেল বৃন্দাবনের মালিক ছিলেন তিনি।