সাড়ে ছ'বছর পর জামিনে ছাড়া পেল নিজের মেয়ে শিনা বরা (Sheena Bora murder case) হত্যাকাণ্ড মামলার মূল অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায় (Indrani Mukherjea)। নিজের মেয়েকে খুনের অভিযোগে ২০১৫ সালে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। শুক্রবারই ইন্দ্রাণী (Indrani Mukherjea) মুম্বইয়ের বাইকুল্লা জেল থেকে জামিনে ছাড়া পায়। জেল থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সে বলে, 'আমি অত্যন্ত খুশি'। উল্লেখ্য, এর আগে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে এই মামলায় অপর অভিযুক্ত পিটার মুখোপাধ্যায় (Pter Mukherjea) জামিন পেয়েছিল।
নিজের মেয়ে শিনাকে হত্যার অভিযোগে (Sheena Bora murder case) গ্রেফতার করা হয়েছিল ইন্দ্রাণী মুখোপাধ্যায়কে। অতীতে তার জামিনের আবেদন বহুবার খারিজ হয়েছিল। বৃহস্পতিবার আদালত তার জামিন মঞ্জুর করে জানিয়েছিল, ইন্দ্রাণী মুখোপাধ্যায় এই ঘটনায় সাড়ে ছয় বছর জেল হেফাজতে কাটিয়েছে। আমরা ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের জামিন মঞ্জুর করলাম।
আরও পড়ুন: চেন্নাই ফ্যানদের জন্য দারুণ খবর, ২০২৩ সালে হলুদ জার্সির হয়েই খেলবেন ধোনি
বৃহস্পতিবার আদালত জামিন দিলেও কাগজপত্র ঠিকমতো তৈরি না হওয়ায় ওই দিন জেল থেকে ছাড়া হয়নি ইন্দ্রাণীকে (Indrani Mukherjea)। শুক্রবার সেই কাগজ জেল কর্তৃপক্ষ হাতে পাওয়ার পরই ইন্দ্রাণীকে ছাড়া দেওয়া হয়।
ইন্দ্রাণীকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, ইন্দ্রাণী দেশ ছাড়তে পারবে না। কোনও সাক্ষীর সঙ্গে করতে পারবেন না যোগাযোগও।