দেশে হু হু করে বাড়ছে করোনা(Coronavirus) সংক্রমণ। তার পাশাপাশি শুরু হয়েছে ওমিক্রনের (Omicron)আক্রমণ। এবার এই দুইয়ের হাত থেকে বাঁচতে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত যাত্রীবাহী আন্তর্জাতিক উড়ানের(International Flights) ওপর নিষেধাজ্ঞা জারি করা হল।
আন্তর্জাতিক উড়ানে নিষেধাজ্ঞা বাড়াল ডিজিসিএ
প্রাথমিকভাবে, ২০২২ সালের ১ জানুয়ারি রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত ছিল নিষেধাজ্ঞা। এরপর তা বাড়িয়ে করা হয় ৩১ জানুয়ারি। কিন্তু ডিজিসিএর(DGCA) নতুন নির্দেশিকায় বলা হল ৩১ জানুয়ারির পরিবর্তে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জারি থাকবে নিষেধাজ্ঞা।
আরও পড়ুন- Republic Day 22:কোভিডের কারণে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে এই বছরেও থাকছেন না কোনও বিদেশি অতিথি
জানা গেছে, সম্প্রতি ইতালি(Italy) থেকে দু'দফায় ওমিক্রনের(Omicron) সংক্রমণ নিয়ে কয়েকশো যাত্রী ফিরেছেন ভারতে(India)। অন্যান্য দেশ থেকেও কোভিড(Covid) সংক্রমণ নিয়ে এদেশে ফিরছেন বহু যাত্রী। ফলে অতিমারি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিমানবন্দরে চালু হয়েছে কোভিড(Covid-19) টেস্ট। আইসোলেশনের(Isolation) নতুন নিয়মও জারি করেছে কেন্দ্র সরকার।
তবে সবরকম বিধিনিষেধের(Restrictions) পরেও সংক্রমণ ঠেকাতে না পেরে এবার আন্তর্জাতিক উড়ানে(International Flight) নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র। উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর থেকেই অসামরিক বিমান পরিবহন মন্ত্রক(DGCA) আন্তর্জাতিক উড়ান(International Flights) বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।