ফের রাজ্যজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ মণিপুরে। আগামী ৫ দিন রাজ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধই থাকবে, এমনটাই জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব টি রঞ্জিত সিংহ। রাজ্যে দুই স্কুল পড়ুয়ার হত্যার প্রতিবাদে বিক্ষোভ মাথা চাড়া দিয়েছিল। এমনকি সেই খুনের দৃশ্য ছড়িয়েও পড়েছিল ইন্টারনেটে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা) । আপাতত ‘আপৎকালীন পরিস্থিতি এবং জননিরাপত্তা আইন’ মেনে দিন ৫ বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা।
On This Day in History 27 September : আজ মহান বিপ্লবীর জন্ম, কলকাতা মেট্রোর জন্যও বিশেষ দিন, জানুন ইতিহাস
এই বছরের জুলাইয়ে নিখোঁজ হওয়া দুই মেইতি ছাত্রের মৃতদেহের ছবি প্রকাশ্যে আসতেই ফের উত্তপ্ত মণিপুর।শুরু হয়েছে প্রতিবাদ কর্মসূচি। উল্লেখ্য প্রতিবাদ চলাকালীন পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ উঠেছে, যার জেরে আহত হয়েছে প্রায় ৩০ জন পড়ুয়া।