ওড়িশার বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনার তদন্ত শেষ করতে আরও ২ থেকে ৩ দিন সময় লাগবে বলে জানালেন দক্ষিণ-পূর্ব রেলের প্রধান নিরাপত্তা কমিশনার এএম চৌধুরী। তদন্ত চলছে এবং তার সঙ্গে চলছে সাক্ষ্যগ্রহণ, এ কথা জানান তিনি। উল্লেখ্য, এর আগেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন, দুর্ঘটনার সঙ্গে জড়িত দোষীদের চিহ্নিত করা হয়েছে এবং এই রেল দুর্ঘটনা নিয়ে খুব দ্রুত রিপোর্ট প্রকাশ করবে রেলের নিরাপত্তা কমিশনার।
করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার পিছনে মানুষের হাত আছে। দুর্ঘটনার ৪০ ঘণ্টার মধ্যে এ কথা স্পষ্ট করেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানান, তদন্তের কাজ শেষ হয়েছে। এই কাজ যাঁরা করেছেন, তাঁদের চিহ্নিত করাও হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী।