মাহাসা আমিনির হত্যার পর ইরানে নারীদের অবস্থা নিয়ে লাগাতার আন্দোলন চালাচ্ছিলেন ওই দেশের মহিলারা। ইরানের মতো অচলায়তনের তালা যেন এবার ভাঙল। গোঁড়া মানসিকতার বিরুদ্ধে এই প্রথম বড় জয় পেল ইরানের মহিলারা৷ ইরানীয় মেয়েদের পোশাকবিধি নিয়ে গত দুমাস ধরেই চলছিল হিজাব বিরোধী আন্দোলন। অবশেষে আন্দোলন, জেদের কাছে হার মানল ইরান সরকার৷ 'নীতি পুলিশ বাহিনী ' এবার প্রত্যাহার করল ইরান সরকার।
আরও পড়ুন : লুক অ্যালাইককে খুন করে মৃত্যুর অভিনয় তরুণীর, প্রেমিকের সঙ্গে নিখোঁজ অভিযুক্ত
পোশাক বিধি না মানায় গত ১৩ সেপ্টেম্বর মাহসা আমিনি ও তার ভাইকে তেহরান মেট্রো স্টেশন থেকে গ্রেফতার করা হয় । ইরানের কঠোর হিজাব এবং শালীন পোশাক নিয়ম লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছিল, এরপর তিনদিন কোমায় থাকার পর হেফাজতেই মৃত্যু হয় মাহসা। এরপরেই ফুঁসে উঠেছিল পুরো বিশ্ব। আন্দোলনে নেমেছিল ইরানের মহিলারা। একেরপর বেধে দেওয়া নিয়ম লঙ্ঘন করে তারা প্রতিবাদ জানিয়েছেন, সারা বিশ্বের মহিলারা এই আন্দোলনের সমর্থনে ছিলেন। নিঃসন্দেহে এই জয় সারা বিশ্বের৷