ভ্রমণপ্রিয়দের অধিকাংশের পছন্দ ট্রেন সফর। জানলার ধারে বসে প্রাকৃতিক সৌন্দর্য দেখা, তার সঙ্গে গরম চায়ে চুমুক। এই ভাবেই কিলোমিটারের পর কিলোমিটার কেটে যায় অনায়াসে। কয়েক ঘণ্টাতেই পৌঁছে যাওয়া যায় ড্রিম ডেস্টিনেশনে। এরমধ্যে রেলের কামরাতেই বসে প্রিয় খাবার পাওয়া গেলে তো আর কথাই নেই। স্বপ্ন পূরণ হতে চলেছে ট্রাভেলারদের। এবার কলকাতা থেকেই রাজকীয়ভাবে ভ্রমণের স্বাদ গ্রহণ করতে পারবেন। কারণ IRCTC চালু করতে চলেছে ভারত গৌরব ট্রেন। যে ট্রেনের মধ্যে রাজকীয়ভাবে ঘুরতে পারবেন উত্তরাখন্ড। ভাড়া কত? কোথায় কোথায় বেড়াতে পারবেন?
এটি ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্য়ান্ড টুরিজম কর্পোরেশন লিমিটেড-এর বিশেষ প্রজেক্ট। IRCTC এবং উত্তরাখন্ড টুরিজম ডেভেলপমেন্ট বোর্ডের যৌথ উদ্যোগে ওই প্যাকেজ ট্যুরটির আয়োজন করা হয়েছে। নাম দেওয়া হয়েছে দেবভূমি উত্তরাখণ্ড যাত্রা।
কলকাতা থেকে যাত্রা শুরু করবে ট্রেনটি। মোট ১০ রাত ১১ দিন ধরে উত্তরাখণ্ডের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখাবে। বিলাসবহুল এই ট্রেনে যাত্রা করবেন কীভাবে? কীভাবে টিকিট কাটবেন? জেনে নিন এই ভিডিয়োতে।
কবে কোথা থেকে যাত্রা শুরু করবে ট্রেনটি?
চলতি বছরের ৩ ডিসেম্বর কলকাতা স্টেশন থেকে ট্রেনটি ছাড়বে। কলকাতা, বর্ধমান, আসানসোল, ঝাঁঝা, বারাউনি, হাজিপুর, গোরখপুর, লখনউ থেকে যাত্রীরা চাপতে পারবেন। ট্রেনটির রুট রাখা হয়েছে কলকাতা-তানাকপুর-কলকাতা।
কোন কোন জায়গায় ঘুরতে পারবেন?
ভারত গৌরব যাত্রার মাধ্যমে উত্তরাখণ্ডের মোট ১০টি জায়গা ঘুরতে পারবেন যাত্রীরা। ট্রেনটি যে পথে যাত্রা করবে সেটি হল তানাকপুর, লোহাঘাট, হাট কালী মন্দির, জগেশ্বর ধাম, গোলু দেবতা, নন্দ দেবী, কাইঞ্চি ধাম, কেশর দেবী, কাটারমাল সূর্য মন্দির, নানকমাত্তা গুরুদ্বার এবং নৈনিতাল।
ভাড়া কত?
ভারত গৌরব ট্রেনে মোট দুটি শ্রেণি রাখা হয়েছে। তারমধ্যে একটি স্ট্যান্ডার্ড এবং অন্যটি ডিলাক্স। স্ট্যান্ডার্ড শ্রেণিতে ভাড়া ৩০ হাজার ৯২৫ টাকা এবং ডিলাক্স শ্রেণিতে ভাড়া ধার্য্য করা হয়েছে ৩৮৫৩৫ টাকা।
কোনদিন কোথায় বেড়ানো হবে?
ভাড়ার মধ্যে কোন কোন খরচ অন্তর্ভুক্ত?
বোর্ডিং থেকে শুরু করে ফেরা পর্যন্ত লাঞ্চ, ডিনার, মর্নিং টি, ব্রেকফাস্ট এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। বিভিন্ন সাইট সিন-এর যাবতীয় খরচ এর মধ্যেই রয়েছে। তবে স্ট্যান্ডার্ড শ্রেণির জন্য নন-AC গাড়ি এবং ডিলাক্স শ্রেণির যাত্রীরা AC গাড়িতে করে ঘুরতে পারবেন। এছাড়াও হোটেল ভাড়া এই খরচের মধ্যেই অন্তর্ভুক্ত থাকবে।
কীভাবে বুকিং করবেন?
সাধারণ বুকিং কাউন্টার থেকে দেবভূমি উত্তরাখণ্ড যাত্রার প্যাকেজ ট্রিপের টিকিট কাটা সম্ভব নয়। কলকাতা, বর্ধমান সহ বোর্ডিং স্টেশনগুলিতে বিশেষ নম্বর চালু করা হয়েছে। সেখান থেকে ট্রেনের টিকিট বুকিং করতে পারবেন।