ট্রেনের খাবার (Food Price hike in Train) খেলেই এখন থেকে গুণতে হবে বেশি টাকা । ট্রেনে খাবার ও পানীয়র দাম বাড়াচ্ছে IRCTC । ইস্ট সেন্ট্রাল রেলওয়ের (East Central Railway) তরফে জানানো হয়েছে, তাদের লাইনে যে ট্রেন যাতায়াত করবে, প্রত্যেকটি ট্রেনে খাবারের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । IRCTC-এর তরফে জানানো হয়েছে, খাবারের গুণমান এবং পরিমাণ উভয়ই উন্নত করা হয়েছে । সেইকারণেই খাবার ও পানীয়ের দাম বাড়ছে । রুটি, ডাল, দোসা, স্যান্ডউইচসহ অনেক খাবারের দাম বেড়েছে ।
পূর্ব মধ্য রেলে শাখায় যাতায়াত করা ট্রেনগুলিতে প্রতিটি খাবারের দাম দুই থেকে ২৫ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে । IRCTC মোট ৭০ টি খাদ্যদ্রব্যের তালিকা জারি করেছে, যার দাম পরিবর্তন করা হয়েছে । কোন কোন খাবারের দাম বেড়েছে, নতুন দামই বা কত হয়েছে এক নজরে সংক্ষিপ্ত তালিকা-
আরও পড়ুন, Live In Partner Murdered: দিল্লিতে ফের লিভ-ইন পার্টনার খুন, তারপিন তেল ঢেলে তরুণীকে হত্যা যুবকের
সিঙ্গাড়া পাওয়া যেত ৮ টাকায় । নতুন দাম হয়েছে ১০ টাকা । অন্যদিকে, স্যান্ডুইচ ১৫ টাকার বদলে মিলবে ২৫ টাকায়, বার্গার ৪০ টাকার বদলে ৫০, ধোকলা ২০ টাকার বদলে ৩০ টাকায় পাওয়া যাবে । এছাড়া আলুবড়া, মসালা ডোসার নতুন দাম যথাক্রমে ১০ টাকা ও ৫০ টাকা । রুটির দাম ৩ টাকা থেকে বাড়িয়ে ১০টাকা করা হয়েছে ।