ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি সিকিম। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ওই দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছে এবং ১০৩ জন নিখোঁজ। বহু সেনা জওয়ানেরও খোঁজ নেই। তবে সিকিমে যে এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে তা আগেই ইঙ্গিত করে সাবধান করেছিল ইসরো। এছাড়াও একাধিক সরকারি সংস্থা এবং বিশেষজ্ঞরা সতর্কতা জারি করেছিলেন।
সিকিমে যে বিপর্যয় ঘটেছে তার নেপথ্যে ছিল গ্লেসিয়াল লেক আউটবার্স্ট ফ্লাড। হিমবাহের জল জমে একাধিক হ্রদ সৃষ্টি হয়। সেখানে অতিরিক্ত জল জমার কারণে বা ভূমিকম্পের কারণে ফেটে গেলে এই পরিস্থিতি তৈরি হয়।
এনিয়ে অতীতে একাধিকবার গবেষণা হয়েছিল। সেই গবেষণা রিপোর্টে প্রকাশ পেয়েছিল সিকিমের উত্তর পশ্চিমাঞ্চলে যে বিপজ্জনক হ্রদগুলি রয়েছে তার মধ্যে লোনক হ্রদ একটি। এবং সেখানে গ্লেসিয়ার লেক আউটবার্স্ট ফ্লাড বা GLOF হওয়ার সম্ভাবনার কথাও জানানো হয়েছিল।
Read More- সিকিমে মৃতের সংখ্যা বেড়ে ১৯, আরও একটি লেক ফেটে বিপর্যয়ের আশঙ্কা
২০১২-২০১৩ সালে ন্যাশনাল রিমোর্ট সেন্সিং সেন্টার এবং ইসরো লোনক হ্রদ নিয়ে একটি সমীক্ষা করে। সেখানেই এই ঝুঁকির বিষয়ে জানা গিয়েছিল।