ডুবতে বসেছে জোশীমঠ। প্রথমবার স্যাটেলাইটে ধরা পড়ল জোশীমঠের এমনই ছবি। এই ছবি প্রকাশ্যে এনেছে ISRO-এর ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার। ছবিগুলি ধরা পড়েছে কার্টোস্যাট-২এস (Cartosat-2S satellite) স্যাটেলাইট থেকে। দেবভূমির এই পবিত্র শহরটি মাত্র ১২ দিনে ৫.৪ সেন্টিমিটার ডুবে গিয়েছে বলে খবর।
ISRO প্রকাশিত ছবিতে একটি বৃহদাংশ গোল করে চিহ্নিত করে জানানো হয়েছে, দ্রুত ডুবতে বসেছে ওই অংশ। চিহ্নিত এলাকার মধ্যেই পড়ছে জোশীমঠ শহর, সেনা হেলিপ্যাড, নরসিংহ মন্দির। এদিকে ক্রমেই বাড়ছে জোশীমঠবাসীর আতঙ্ক। এখনও পর্যন্ত ৯টি ওয়ার্ডের মোট ৭০০ টি বাড়ি ও বেশ কিছু সড়কে রয়েছে ফাটল। ইতিমধ্যেই প্রায় ১৭০টি পরিবারের ৬০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।