আয়কর দফতরের আধিকারিকদের মাথায় হাত! মনে মনে সকলেই বলছেন...'তুমি যে এখানে কে তা জানত'। তুমি না, তোমরা। এক নয়, তিন তিনটে কুমির উদ্ধার হয়েছে প্রাক্তন বিধায়কের বাড়ি থেকে।
মধ্যপ্রদেশে বিজেপির প্রাক্তন বিধায়কের বাড়িতে হানা দিয়ে সোনা-দানা-হিরে-টাকা গাড়িও উদ্ধার হয়েছে। তবে এ দেশে তো এমন খবর প্রথমবার নয়,তাই শুধু এটুকু তে এখন হইচই পড়ে না। এ খবর ভাইরাল করার নেপথ্য নায়ক তিন কুমির!
জানা যাচ্ছে, হর্ষবংশ সিং রাঠোর তাঁর নিজের বাংলোর একটি পুকুরে ওই কুমিরগুলো পোষ্য হিসেবে রাখতেন। প্রসঙ্গত, ভারতে কুমির পোষা দণ্ডনীয় অপরাধ হিসেবেই গ্রাহ্য।
কয়েক কোটি টাকার কর ফাঁকি দেওয়ার অভিযোগ ছিল প্রাক্তন জনরপতিনিধি হর্ষবংশ সিং রাঠোর ও বিজেপি কর্পোরেটর রাজেশ কেশরওয়ানির বিরুদ্ধে। তারই তদন্তের অংশ হিসেবে শুক্রবার প্রাক্তন বিজেপি বিধায়কের বাড়িতে তল্লাশি চালিয়েছিল আয়কর দফতর!