বোরখা পরে মহিলাদের শৌচাগারে প্রবেশ। এই অভিযোগে ২৩ বছর বয়সী এক তথ্যপ্রযুক্তি কর্মীকে গ্রেফতার করা হল। ঘটনাটি ঘটেছে কেরালার একটি জনপ্রিয় শপিং মলে। অভিযোগ, বোরখা পরে ওই যুবক মহিলাদের শৌচাগারে ঢুকে তাঁর মোবাইল ফোন থেকে ভিডিয়ো তুলছিলেন। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪সি এবং ৪১৯ ধারার তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। আইটি অ্যাক্ট ৬৬ ই-তেও মামলা রুজু করা হয়েছে তাঁর বিরুদ্ধে।
কালামাসেরি থানা সূত্রে জানা গিয়েছে, তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে রাখা হয়েছে।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটে বুধবার। কেরালার লুলু মলে। অভিযুক্ত বোরখা পরে মহিলাদের শৌচাগারে ঢুকে তাঁর মোবাইলটি একটি ছোট কার্ডবোর্ডের বাক্সতে রেখে আসেন। সেই বাক্সতে একটি ছোট ফুটো করা ছিল। যা দিয়ে মোবাইলের ভিডিয়ো ক্যামেরা শৌচাগারের ভিতরের দৃশ্য রেকর্ড করা যায়। শৌচাগারের ভিতর থেকে বেরিয়ে এসে মূল দরজার সামনে অভিযুক্তকে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় ভারপ্রাপ্ত নিরাপত্তারক্ষীদের। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।