ক্রমেই বাড়ছে ওড়িশা ও ঝাড়খণ্ডের আয়কর হানায় উদ্ধার হওয়া টাকার পরিমাণ। দুই রাজ্যে আয়কর হানায় এখনও পর্যন্ত মোট ৩৫১ কোটি টাকা উদ্ধার হয়েছে। এমনই খবর জানা গিয়েছে আয়কর দফতর সূত্রে। মনে করা হচ্ছে, দেশে এর আগে একসঙ্গে এক কালো টাকা উদ্ধার হয়নি।
উল্লেখ্য, উদ্ধার হওয়া ওই টাকার সঙ্গে নাম জড়িয়েছে কংগ্রেস নেতা ও রাজ্যসভার সাংসদ ধীরজ সাহুর। গত বুধবার থেকে দুই রাজ্যে আয়কর হানা শুরু হয়েছে। ওড়িশার একটি মদ কারখানা থেকে ৩০০ কোটি টাকা উদ্ধার করেন তদন্তকারী আধিকারিকরা। সেই অর্থের উৎস জানতে গিয়েই উঠে আসে ধীরজ সাহুর নাম।
শনিবার রাঁচিতে তাঁর বাড়ি-সহ একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়। কংগ্রেস সাংসদের বাড়ি থেকে তিন ব্যাগ ভর্তি টাকা উদ্ধার হয়েছে। এছাড়া মদ কারখানার শীর্ষকর্তা বান্টি সাহুর বাড়ি থেকে ১৯টি ব্যাগ উদ্ধার হয়েছে বলে আয়কর দফতর সূত্রে জানা গিয়েছে।