রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এক সঙ্গীর খোঁজে ঝাড়খণ্ডের হাজারিবাগের একটি হোটেলে হানা দিলেন আয়কর দফতরের আধিকারিকরা। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, গোপন সূত্রে খবর পেয়ে পার্থের সঙ্গীর খোঁজে তল্লাশি চালান আয়কর দফতরের আধিকারিকরা। শনিবার ঝাড়খণ্ডের হজারিবাগ জেলার ভাণ্ডারা পার্কের একটি হোটেলে যান তাঁরা।
আয়কর দফতরের আধিকারিকরা সূত্র মারফত খবর পান ওই হোটেলে এসেছেন পার্থের এক সঙ্গী। সূত্রের খবর, বেশ কিছু দিন ধরে তিনি আয়কর দফতরের নজরে ছিলেন। যদিও হোটেলে আয়কর আধিকারিকরা পৌঁছনোর আগেই তিনি পালিয়ে যান। সংবাদ সংস্থা জানাচ্ছে, এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের (ইডি) তরফে আয়কর দফতরকে জানানো হয় পার্থ-ঘনিষ্ঠ ওই ব্যক্তির কাছে প্রচুর নগদ টাকা রয়েছে। এরপরেই ওই ব্যক্তির খোঁজ শুরু হয়।
আরও পড়ুন- Anubrata Mondal Update: সিবিআইয়ের হাতে 'ভোলে ব্যোম' চাল কলের দলিল, খোঁজ চলছে পাঁচটি গাড়ির মালিকদের
আয়কর দফতরের জেরায় হোটেলের কর্মীরা, জানান, ওই ব্যক্তি কলকাতা থেকে একটি সরকারি গাড়িতে এসেছিলেন এবং তাঁর সঙ্গে একটি 'বড় ব্যাগ' ছিল। উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারের পর থেকেই একের পর এক নয়া অভিযোগে বিদ্ধ হচ্ছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।