রথযাত্রার আগে শনিবার জগন্নাথদেবের স্নান যাত্রা | আর এদিন থেকেই কাউন্ট ডাউন শুরু হয়ে যায় রথযাত্রার | রথের আগে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে শ্রীজগন্নাথদেবের স্নানযাত্রা পালিত হয় । এদিন লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় পুরীর জগন্নাথ ধামে। এই দিন ১০৮ টি সোনার ঘটিতে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিন বিগ্রহকে স্নান করানো হয়। জগন্নাথ মন্দিরের উত্তর দিকের কূপ থেকে তোলা বিশুদ্ধ জল দিয়ে ধোয়ানো হয় বিগ্রহ।
হুগলির মাহেশেও ধরা পড়ে একই ছবি | ৬২৮ বর্ষে এবার মাহেশের রথ ও স্নানযাত্রা উৎসব। ৪৭ বছর পর মোক্ষ যোগে হচ্ছে এই স্নানযাত্রা। সকাল সাড়ে পাঁচটায় জগন্নাথ দেবকে বের করে প্রাণমঞ্চে নিয়ে যাওয়া হয়। সেখানে ৬.২০ থেকে শুরু হয় স্নানযাত্রা উৎসব।
প্রচলিত বিশ্বাস অনুযায়ী, পুরীতে জগন্নাথ দেবের স্নান যাত্রা চাক্ষুষ করতে পারলে পাপমুক্তি ঘটে | কথিত আছে, এই স্নানসের পর জ্বর আসে তিন ভাইবোনের। এই সময় বন্ধ থাকে মন্দির। রথের দিন রথে চড়ে তিন ভাইবোন মাসির বাড়ি যান|