রবিবার বাংলার রাজ্যপালের পদ থেকে ইস্তাফা দেওয়ার পর সোমবার উপ-রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ পদপ্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিলেন জগদীপ ধনখড়। রাষ্ট্রপতি নির্বাচনের দিন ধনখড়ের মনোনয়নে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার বাকি সদস্যরা। এদিন ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মতো হেভিওয়েটরা।
গত শনিবারই উপ-রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ পদপ্রার্থী হিসাবে জগদীপ ধনখড়ের নাম ঘোষণা করে চমকে দিয়েছিল বিজেপি। তিন বছর আগে অর্থাৎ ২০১৯ সালে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে জগদীপ ধনখড়কে নিয়োগ করা হয়। রাজনৈতিক মহলের দাবি, গত তিন বছরে তাঁর সঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সম্পর্ক ছিল অম্ল-মধুর।
মঙ্গলবার শেষ হচ্ছে উপ-রাষ্ট্রপতি পদে নির্বাচনের মনোনয়নের শেষ তারিখ। ১০ অগাস্ট এই পদে শেষ হচ্ছে ভেঙ্কাইয়া নায়ডুর মেয়াদ।