সম্প্রতি জোড়া অস্কার ঘরে তুলেছে ভারত। একটি RRR ছবির 'নাটু নাটু' গানের জন্য, অন্যটি কার্তিকী গনসালভেস পরিচালিত ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ এর জন্য। বিশ্বের দরবারে জয় ছিনিয়ে আনায় উচ্ছ্বসিত গোটা দেশই। এই আবহেই রাজ্যসভার চেয়ারম্যান তথা দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় জানালেন 'মনের কথা'। বাংলার প্রাক্তন রাজ্যপাল রাজ্য জানালেন আইনজীবী না হলে নিশ্চিত অভিনেতাই হতেন তিনি৷ উপরাষ্ট্রপতির এই মন্তব্যের পর হাসির ফোয়ারা চলে সংসদের উচ্চ কক্ষে৷
উল্লেখ্য, ৯৫তম অ্যাকাডেমি পুরস্কারের (Oscar 2023) মঞ্চে ভারতকে সেরা উপহার দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা কুড়িয়ে নিয়েছে নাটু নাটু ও ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’-এর গোটা টিম । শুভেচ্ছা জানিয়েছেন তিনি ।
Natural Energy Drinks : সবসময় ক্লান্ত লাগে ? ভরপুর এনার্জি দিতে পারে এই ৪ পানীয়
গোল্ডেন গ্লোবের পর অস্কারের মঞ্চে ফের ভারতকে উজ্জ্বল করেছে 'নাটু নাটু' । এস এস রাজামৌলী, কিরাভানিদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী । লেখেন, "দারুণ! ‘নাটু নাটু’র জনপ্রিয়তা গোটা বিশ্বে । আগামী কয়েক প্রজন্ম এই গানকে মনে রাখবে ।" ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’-এর পরিচালক কার্তিকি গঞ্জালভিজ ও প্রয়োজক গুনিত মংগাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ।