ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে(Mamata Banerjee's Convoy) ‘জয় শ্রীরাম’ ধ্বনি। এবার ঘটনাস্থল রাজস্থানের পুষ্কর(Pushkar Dham)। তবে এই ঘটনায় মমতার কনভয় থমকে যায়নি বলেই খবর। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে স্লোগান দেওয়া ওই ব্যক্তিকে তাড়া করে পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায়ও এই ঘটনায় কোনও প্রতিক্রিয়া দেননি।
জানা গিয়েছে, পুষ্করে পুজো দিয়ে বেড়িয়ে মুখ্যমন্ত্রীর(Mamata Banerjee) কনভয় ব্রহ্ম মন্দির ছাড়তেই বেশকিছু যুবক 'জয় শ্রীরাম' স্লোগান দেয়। সঙ্গে সঙ্গে তাদের তাড়া করে পুলিশ(Rajasthan Police)। তবে আচমকাই ভিড়ের মধ্যে মিশে যায় তারা। পুষ্কর এবং আজমেঢ় শরীফের মুখ্যমন্ত্রীর সঙ্গেই ছিলেন কলকাতার মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim)। তিনি এই ঘটনায় যথেষ্টই বিরক্ত।
চলতি বছর মার্চেও বারাণসী সফরে(Baranasi) এই পরিস্থিতির সম্মুখীন হন মমতা। তাঁর গাড়িতে ধাক্কা দেওয়া হয়, কালো পতাকা দেখানো হয় বলে অভিযোগ। এমনকি, সেখানেও জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয় বলেও অভিযোগ করেছিল তৃণমূল(TMC on BJP)।