চলন্ত ট্রেনে গুলি। গুলি চালানোর অভিযোগ রেল পুলিশের (RPF) এক কর্মীর বিরুদ্ধে। জয়পুর (Jaipur)-মুম্বই (Mumbai) এক্সপ্রেসের এই ঘটনায় এখনও পর্যন্ত চার জন প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে। এরমধ্যে একজন পুলিশ কর্মীও রয়েছেন। ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ওই আরপিএফ কর্মীকে।
রেল সূত্রে খবর, সোমবার ভোর পাঁচটা নাগাদ পালঘর (Palghar) স্টেশনের কাছে এই ঘটনা ঘটেছে। রেল পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম চেতন সিং। তবে কেন তিনি এভাবে যাত্রীদের লক্ষ করে গুলি চালালেন তা এখনও জানা যায়নি।
রেল সূত্রে জানা গিয়েছে, জয়পুর এক্সপ্রেসের বি-ফাইভ কামরার দায়িত্বে ছিলেন এই রেল পুলিশ। চার যাত্রীকে গুলি করে মারার পর স্থানীয় দাহিসারে ঝাঁপ মারার চেষ্টা করেছিলেন অভিযুক্ত ওই রেল পুলিশ কর্মী।