ভারত সফরে এসে ভারতের খাবার চেখে দেখবেন না, তা হয়? তবে শুধু চেখে দেখলেন, তাই-ই নয়, জাপানের প্রধানমন্ত্রী রীতিমতো উপভোগ করলেন ভারতের খানাপিনা।
ফুমিয়ো কিশিদা সোমবার দিল্লির হায়দরাবাদ হাউসে একাধিক বিষয় নিয়ে আলোচনায় বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। আলোচনার শেষে দিল্লির বুদ্ধ জয়ন্তী পার্কে খোশমেজাজে দেখা গেল দুজনকে। ভারতের গোলগাপ্পা (ফুচকা), লস্যি এবং আমপান্নার শরবত চেখে দেখলেন জাপানের প্রধানমন্ত্রী। বেশ তাড়িয়ে তাড়িয়েই খেলেন।
কিশিদার সঙ্গে বৈঠক করে মোদী জানান, জাপানের প্রধানমন্ত্রীর সফর দুই দেশের সম্পর্ককে আরও উন্নত করবে। ভারতে বিনিয়োগের পরিমাণ বাড়ানোর জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।