লোকসভা নির্বাচনের মুখে ছাত্র সংসদের ভোটের দিন ঘোষণা হল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের। প্রায় ৪ বছর পরে জেনএনইউ-তে নির্বাচন ঘোষণা। আগামী ২২ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। ফল প্রকাশিত হবে ২৪ মার্চ।
JNU ছাত্র সংসদের ইলেকশন কমিটি জানিয়েছে, সোমবার থেকেই নির্বাচনের প্রস্তুতি শুরু করে দেওয়া হবে। ভোটার তালিকা প্রকাশ করা হবে। আগামী বৃহস্পতিবার প্রার্থী হিসেবে মনোনয়নের ফর্ম বিলি করা হবে। শুক্রবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ১৬ মার্চ হবে স্ক্রুটিনি।
নির্বাচন কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২২ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ১টা ও দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শুধু ব্যালট পেপারেই নির্বাচন হবে।
২০১৯ সালে সেপ্টেম্বরে শেষবার JNU-তে শেষবার ছাত্র সংসদের নির্বাচন হয়। ভোটে জিতে ছাত্র সংসদের সভানেত্রী হন SFI নেত্রী ঐশী ঘোষ।