জমি নিয়ে বিবাদ। তার জেরে ভয়াবহ ঘটনা ঝাড়খণ্ডে (Jharkhand Murder)। বচসার জেরে তুতো দাদার মাথা কেটে কাটা মুন্ডুর সঙ্গে সেলফি (Selfie) তুললেন। রবিবার এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
হাড়হিম করা ঘটনাটি ঝাড়খণ্ডের খুন্তি জেলার মুরহু এলাকার। পুলিশ জানিয়েছে, মৃতের নাম কানু মুন্ডা (Kanu Munda) (২৪)। তাঁর বাবা দাসাই মুন্ডা গত ২ ডিসেম্বর ছেলের অপহরণের এফআইআর দায়ের করেছিলেন। অভিযোগপত্রে তিনি জানান, গত ১ ডিসেম্বর থেকে ছেলে নিখোঁজ। প্রতিবেশীরা জানান, ভাইপো সাগর এবং তাঁর বন্ধুরা এসে কানুকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছে। এর পর থানায় যান কানুর বাবা।
Bengali Serial: বন্ধ হচ্ছে ধারাবাহিক, শেষ দিনের শুটিং-এ আবেগঘন মুহূর্ত কলাকুশলীদের
ঝাড়খণ্ড পুলিশকর্তা অমিত কুমারের নেতৃত্বে একটি দল তদন্তে নেমে মূল অভিযুক্ত সাগর এবং তাঁর স্ত্রী-সহ ৬ জনকে গ্রেফতার করেছে। নিকটবর্তী একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে মৃতদেহ, সেখান থেকে ১৫ কিলোমিটার দূরে পড়েছিল মাথাটি।
পুলিশ সূত্রে খবর, কানুকে মারার পর তাঁর কাটা মাথার সঙ্গে সেলফি তুলেছেন অভিযুক্তরা। তল্লাশি চালিয়ে ঝাড়খণ্ড পুলিশ ৫টি মোবাইল ফোন, ২টি রক্তমাখা ধারালো অস্ত্র এবং একটি গাড়ি উদ্ধার করেছে।