হেলিকপ্টার (Helicopter) করে চলছিল উদ্ধার কাজ। দড়ি দিয়ে টেনে তোলা হচ্ছিল পর্যটককে (Traveller)। খুব কাছে পৌঁছেও হাত থেকে ফসকে গেল দড়ি। পাথুরে জমিতে পড়ে মৃত্যু হয় ওই পর্যটকের। ঘটনাটি ঘটেছে দেওঘরের ত্রিকূট পাহাড়ে। ওই মর্মান্তিক ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video)।
রবিবার বিকেল দেওঘরের ত্রিকূট পাহাড়ের রোপওয়েতে (Ropeway Accident) দু’টি ট্রলির মধ্যে ধাক্কা লাগে। দুর্ঘটনায় মৃত্যু হয় দুই পর্যটকের। আটকে পড়া পর্যটকদের উদ্ধার করতে ঘটনাস্থলে এসেছিল বায়ুসেনার (IAF) কপ্টার ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল (NDRF)। কপ্টারে ১৫০০ ফুট উচ্চতা থেকে উদ্ধার করার সময় দড়ি আলগা হয়ে যায় এক পর্যটকের। উঁচু থেকে পড়ে মৃত্যু হয় পর্যটকের।
আরও পড়ুন: দেওঘরের ত্রিকূট পাহাড়ে ভয়াবহ রোপওয়ে দুর্ঘটনা, মৃত ১,আহত ১০
দেওঘরের ডেপুটি কমিশনার মঞ্জুনাথ ভজনাত্রী জানিয়েছেন, "পর্যটকদের উদ্ধারের যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল রবিবার রাত থেকে উদ্ধার কার্য শুরু করেছে। এখনও পর্যন্ত ১১ জনকে উদ্ধার করা হয়েছে। স্থানীয়রাও উদ্ধারকার্যে হাত লাগিয়েছেন। গুরুতর আহত হয়েছেন ১০ জন। রবিবার গভীর রাতে একজনেকর মৃত্যুও হয়"।
কী কারণে এই ভয়াবহ দুর্ঘটনা, তা জানা যায়নি। প্রাথমিক অনুমান, যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। প্রাথমিকভাবে অনুমান, কোনও কারিগরী ত্রুটির ফলে এই দুর্ঘটনা। ডেপুটি কমিশনার জানান, এই রোপওয়েটি চালানোর দায়িত্বে রয়েছে একটি বেসরকারি সংস্থা।