জিয়া খানের মৃত্যুর ১০ বছর পর উপযুক্ত প্রমাণের অভাবে বেকসুর খালাস পেয়েছেন সূরজ পাঞ্চোলি। ছাড়া পেয়েই ইনস্টাগ্রাম স্টোরিতে সূরজ পাঞ্চোলি '#GodIsGreat' হ্যাশট্যাগ সহ লেখেন 'সত্যের সর্বদা জয় হয়'।
১০ বছর পর জিয়া খান আত্মহত্যা মামলায় চূড়ান্ত রায় দিল CBI এর বিশেষ আদালত। অভিনেতা আদিত্য পাঞ্চোলি এবং জারিনা ওয়াহাবের ছেলে সুরাজ পাঞ্চোলিকে উপযুক্ত প্রমাণের অভাবে দেওয়া হয়েছে ক্লিনচিট।
উল্লেখ্য, ২০১৩, ৩ জুন। মুম্বইয়ের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় জিয়া খানের মৃতদেহ। প্রেমিক আদিত্যর বিরুদ্ধে মেয়েকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনেন জিয়ার মা রাবেয়া খান। তার ভিত্তিতেই গ্রেফতার করা হয় সূরজকে। পরে জামিনে ছাড়া পান তিনি।