‘ইন্ডিয়া: দ্য মোদী কোয়েশ্চেন’, দু’দশক আগে গুজরাতের সাম্প্রদায়িক হিংসা নিয়ে তৈরি বিবিসির এই তথ্যচিত্র প্রদর্শনের উপর এবার নিষেধাজ্ঞা জারি দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে (JNU)। সোমবার বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ একটি নির্দেশিকা জারি করে জানিয়েছে "এই ধরনের অননুমোদিত কার্যকলাপ বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সম্প্রীতির আবহকে বিঘ্নিত করতে পারে"। উল্লেখ্য JNU এর পড়ুয়াদের একাংশ মঙ্গলবার অর্থাৎ ২৪ জানুয়ারি ক্যাম্পাসে এই তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করেছিল।
এই তথ্যচিত্র যেই ঘটনার উপর ভিত্তি করে বানানো। সেইসময় গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুক্তি পাওয়ার পরেই যার তীব্র সমালোচনা করা হয়েছিল ভারত সরকারের পক্ষ থেকে।
এর আগে, সরকারের পক্ষ থেকে এই ডকু সিরিজ়কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে “পক্ষপাত সহ প্রচারমূলক অংশ” বলা হয়েছিল। এই বিষয়ে কোনওরকম প্রতিক্রিয়া দিয়েই সিরিজ়টির “মর্যাদা” বাড়িয়ে দেওয়া উচিত হবে না বলেও মন্তব্য করেছিল সরকার।