জোশীমঠে (Joshi Math) একের পর এক বাড়িতে ফাটল ধরছে, বসে যাচ্ছ মাটি । বড়সড় বিপর্যয়ের মুখে জোশীমঠ । এবার সেনা ক্যাম্পেও একাধিক ফাটল দেখা দিয়েছে বলে খবর । জোশীমঠের পরিস্থিতি পর্যবেক্ষণে যে বিশেষজ্ঞ দল গিয়েছিল, তারা জানিয়েছে, সেনাবাহিনীর (Joshi Math army camp effected) অধীন বিস্তীর্ণ জমি বসে যাচ্ছে । ক্যাম্পের জমিতে একাধিক ফাটল দেখা গিয়েছে । এছাড়া, উত্তরাখণ্ডের চামোলি জেলায় জোশীমঠ-মালারি বর্ডার রোডের বেশ কিছু জয়গায় বড় বড় ফাটল দেখা দিয়েছে।
জোশীমঠের যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে কোনও মুহূর্তে তা ধসে যেতে পারে । বিশেষজ্ঞরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে কেন্দ্রকে বিশেষ পরামর্শ দিয়েছেন । তাঁরা জানিয়েছেন, যে সব বাড়িতে একাধিক ফাটল দেখা দিয়েছে, সেগুলি অবিলম্বে ভেঙে ফেলা উচিত । আর যে বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলি চিহ্নিত করে দ্রুত ফাঁকা করার ব্যবস্থা করতে হবে ।
উল্লেখ্য, ক্রমশই ভয়াবহ হয়ে উঠছে উত্তরাখণ্ডের যোশীমঠের (Joshimath) পরিস্থিতি। শনিবার সকাল পর্যন্ত প্রায় ৬০০টি বাড়িতে ফাটল দেখা গিয়েছে। স্থানীয়দের নিরাপদ জায়গায় সরিয়ে ফেলতে তৎপর উত্তরাখণ্ড (Uttrakhand) সরকার। ইতিমধ্যেই বিপর্যস্তদের উদ্ধার করতে হেলিকপ্টার ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এয়ার লিফটের মাধ্যমে দুর্গতদের নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।